ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে সংবাদ প্রকাশের অধিকার কারও নেই: সালাউদ্দিন

|

কিছুদিন পরপরই ফুটবল ফেডারেশন ও ফিফার মধ্যে আর্থিক লেনদেন নিয়ে লেগে যায় গোলমাল। বিভিন্ন সময় হঠাৎ করেই ফিফা বেঁকে বসে, বন্ধ করে দেয় তাদের অনুদান। আবার দু’দিন পরেই ৩৬০ ডিগ্রি টার্ন নিয়ে সম্পর্কের উষ্ণতা ছড়ায়। এমন ঘটনা বাংলাদেশের ফুটবলে নতুন কিছু নয়।

তবে এবারের ঘটনার পরে মুখ খুলেছেন ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, তিনি বলেন গণমাধ্যম আমার বিরুদ্ধে সংবাদ উপস্থাপন করে সেটা আলাদা বিষয়, কিন্তু ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে সংবাদ প্রকাশের কোনো অধিকার তাদের নেই। ফুটবল ফেডারেশন আপনারও না আমারও না, ফুটবল ফেডারেশন হলো দেশের। তাই ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে নিউজ করা মানে দেশের বিরুদ্ধে নিউজ করা।

আপনাদের যদি নিউজ করতে হয় তাহলে আপনারা আমার কাছে আসেন, ঘটনা শোনেন তারপর সংবাদ উপস্থাপন করতে পরেন। তথ্যগুলো সঠিক দেওয়া উচিত কারণ ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে সংবাদ করলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশর নাম খারাপ হয়। গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এসব কথা বলেন কাজী সালাউদ্দিন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply