ভারতের ওড়িষায় গর্তে পড়া হাতির বাচ্চা উদ্ধার

|

ছবি: সংগৃহীত

ভারতের ওড়িষা রাজ্যে গর্তে পড়ে যাওয়া একটি হাতির বাচ্চা উদ্ধার করা হয়েছে।

রাজ্যের বন বিভাগ জানায়, স্থানীয় সময় শনিবার হাতিটি গর্তে পড়ে যায়। পরে বাসিন্দাদের কাছে খবর পেয়ে উদ্ধার অভিযানে নামে ফায়ারসার্ভিস কর্তৃপক্ষ। এতে সহায়তা করে গ্রামবাসীও। ক্রেনের মাধ্যমে দড়ি বেঁধে টেনে তোলা হয় হাতিটিকে।

বন বিভাগের দাবি, প্রতি বছরই এমন গর্ত বা খাদে পড়ে মৃত্যু হয় বহু হাতির। তথ্য বলছে, এশিয়াটিক হাতির ৫০ ভাগই ভারতে। যদিও নিরাপদ আবাসস্থল সংকীর্ণ হওয়ায় সম্প্রতি কমছে এই হার।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply