ঘরমুখো মানুষের চাপে পরিস্থিতির আরও অবনতি হতে পারে: কাদের

|

ওবায়দুল কাদের। ফাইল ছবি

১৪ এপ্রিল থেকে লকডাউনের ঘোষণায় ঘরমুখো মানুষের চাপে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। এমন আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার সকালে এক ভিডিও কনফারেন্সে ওবায়দুল কাদের, লকডাউন চলাকালে যাতে পণ্যবাহী পরিবহনে যাত্রী উঠানো না হয় সেদিকে নজর দিতে হবে। চলমান লকডাউনে কোথাও স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করা হচ্ছে না।

তিনি বলেন, করোনা কালে গণপরিবহন চলাচলে শর্ত প্রতিপালনের ক্ষেত্রে অনেক মালিক শ্রমিক কথা রাখেনি। জনগণের মাস্ক পরা বাধ্যতামূলকসহ স্বাস্থ্যবিধি মানাতে কঠোর মনিটরিং জোরদার করার আহবান জানান ওবায়দুল কাদের। প্রয়োজনে মোবাইল কোর্টের সংখ্যা বাড়িয়ে নিয়মিত অভিযান পরিচালনার পরামর্শও দিয়েছেন ওবায়দুল কাদের।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply