সড়কে বের হলে প্রমাণ দেখাতে হবে: আইজিপি

|

কাল থেকে কেউ সড়কে বের হবেন না; যদি বের হতেই হয় সেক্ষেত্রে প্রমাণ দেখাতে হবে বলে জানিয়েছেন আইজিপি বেনজীর আহমেদ।

আজ মঙ্গলবার রাজারবাগে পুলিশ লাইনে ‘মুভমেন্ট পাস’ অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।

এ সময় করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বলেন, এই মহামারি মোকাবিলায় ব্যক্তিগত সচেতনতা সব চেয়ে গুরুত্বপূর্ণ। তাই এই মুহূর্তে সড়কে অপ্রয়োজনীয় চলাচল বন্ধ করতে হবে।

তবে সরকারের দেয়া নির্দেশনা অমান্য করে অনেকেই ঢাকা ছাড়ছেন যা ঝুঁকিপূর্ণ বলে জানান তিনি। জনসাধারণের যেকোনো প্রয়োজনে পুলিশ পাশে থাকবে বলেও আশ্বাস দেন বেনজীর আহমেদ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply