অনশনে বসেছেন মমতা!

|

নির্বাচনী বিধিমালা লঙ্ঘনের দায়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রচার ২৪ ঘণ্টার জন্য নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। এরই প্রতিবাদে ধর্নায় (অনশনে) বসেছেন তিনি।

মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। পাঁচ পাতার বিবৃতিতে বলা হয়, সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংক এবং কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে ছড়িয়েছে উত্তাপ। এ ব্যাপারে মমতাকে নোটিশ দিয়েছে কমিশন। সেটির সন্তোষজনক উত্তর দেননি তিনি।

ইসির বক্তব্য, মমতা ব্যানার্জি উস্কানিমূলক মন্তব্য করেছেন, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য ক্ষতিকারক। এটি নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করার শামিল। কমিশনের সিদ্ধান্তকে অগণতান্ত্রিক এবং সংবিধান বিরোধী বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মমতা।

তিনি জানান, মঙ্গলবার দুপুর ১২টা থেকেই গান্ধি মূর্তির পাদদেশে ধর্নায় বসছেন তিনি। নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হলেই রাতে করবেন গণ-সংযোগও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply