একদিনেই করোনা নেগেটিভ দ.আফ্রিকার সেই ৫ নারী ক্রিকেটার

|

ঠিক একদিনের মাথায় করোনা ফলাফল নেগেটিভ আসলো দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের ৫ ক্রিকেটারের। আজ রাতেই দেশে ফেরার কথা ছিলো তাদের।

সোমবার সিরিজ বাতিল হওয়ার পর করোনা টেস্ট দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। ঢাকায় পৌঁছে করোনা পজেটিভের খবর শোনেন ৫ ক্রিকেটার। কিন্তু আবারো টেস্ট করা হলে তাদের ফলাফল নেগেটিভ আসে।

এর মধ্যে লিয়া জনস ও সিনালো জাফটা গত ম্যাচে দলে ছিলেন। জনস চতুর্থ ম্যাচে একটি উইকেটও পেয়েছিলেন। আক্রান্ত বাকি তিন ক্রিকেটার হলেন- মারসিয়া লেটসালো, নবোলুমকো বেনেতি ও রবেইন সিয়ারলে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ চলাকালে আক্রান্ত ওই পাঁচজন’সহ নারী ক্রিকেটাররা সিলেটের রোজভিউ হোটেলে অবস্থান করছিলেন। লকডাউনে ফ্লাইট বন্ধ থাকায় শেষ ম্যাচ না খেলেই মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা ফেরার কথা ছিলো তাদের। এখন তারা ঢাকায় একটি হোটেলে অবস্থান করছেন বলে জানিয়েছে বিসিবি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply