যুক্তরাষ্ট্র-দক্ষিণ আফ্রিকা ও ইউরোপের দেশগুলোতে জনসনের টিকা স্থগিত

|

যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা এবং ইউরোপের দেশগুলোতে জনসন অ্যান্ড জনসনের টিকা স্থগিত করা হয়েছে। ভ্যাকসিন প্রয়োগের পর মানবদেহে বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়ার অভিযোগ পাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

ছয় নারীর শরীরে রক্ত জমাট বেধে জটিলতা দেখা দেয়ার পর এটি ব্যবহার বন্ধের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের সংস্থাগুলো। তাদের বয়স ১৮ থেকে ৪৮ বছরের মধ্যে। এ ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে এবং আরও একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত ১২ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রে জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিনের ৬৮ লাখ ডোজ দেয়া হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন নেওয়ার পর আরও চার জনের শরীরে রক্ত জমাট বেধে জটিলতা দেখা দেয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply