এবারও ডিজিটাল মাধ্যমে বর্ষবরণের অনুষ্ঠান করেছে ছায়ানট

|

মহামারি পরিস্থিতির অবনতি হওয়ায় গত বছরের মত এবারও ডিজিটাল মাধ্যমে বর্ষবরণের অনুষ্ঠান করেছে সঙ্গীতায়ন ছায়ানট।

বুধবার সকাল ৭টায় প্রায় পৌনে এক ঘণ্টার এই আয়োজন বাংলাদেশ টেলিভিশন ও সংগঠনটির নিজস্ব ইউটিউব চ্যানেলে সম্প্রচার করা হয়।

১৯৬৭ সাল থেকে পহেলা বৈশাখের নতুন সূর্যোদয়ের সাথে সাথে রমনার বটমূলে প্রভাতী আয়োজনের মাধ্যমে বর্ষবরণ করে আসছে ছায়ানট। বাঙালির নিজস্ব সংস্কৃতির অংশ হয়ে উঠা এ আয়োজন এ নিয়ে টানা দুই বছর বাতিল করা হলো।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠান আয়োজনের অনুরোধ জানিয়েছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। তাতে সাড়া দিয়ে এই উদ্যোগ নেয় সংগঠনটি।

এক ভিডিও বার্তায় সংগঠনের সভাপতি সানজীদা খাতুন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আশা করেছেন, শিগগিরি এই পরিস্থিতি কেটে যাবে, আগামী বর্ষবরণ হবে মুক্ত বাতাসে, চিরচেনা রমনার বটমূলে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply