আফগানিস্তানে দীর্ঘ যুদ্ধের ইতি টানতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

|

আফগানিস্তানে দীর্ঘ যুদ্ধের ইতি টানতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

আফগানিস্তানে দীর্ঘ যুদ্ধের ইতি টানতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

হোয়াইট হাউসে দেয়া বিবৃতিতে জানান, ২০ বছর আগে ভয়াবহ ‘নাইন-ইলেভেন’ হামলার মাধ্যমেই আফগানিস্তানের বিরুদ্ধে ক্ষোভের সূত্রপাত। সেই যুদ্ধ এখনো চালিয়ে যাওয়ার অর্থ নেই।

পরিসংখ্যান অনুসারে, লম্বা যুদ্ধে প্রাণ হারিয়েছেন দু’হাজার ৪৮৮ মার্কিনী। আহত ৭২ হাজারের বেশি সেনা এবং তাদের পরিবারের সদস্যরা। তাই তালেবান ও আফগান সরকারের সাথে সমঝোতা অনুসারে, মে মাসের ১ তারিখ থেকে প্রত্যাহার করা হবে বিদ্যমান আড়াই হাজার সেনাকে।

চলতি বছরের ১১ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শেষ হবে আফগানিস্তানে মার্কিন অভিযান। এসময়ের মধ্যে ন্যাটোও ৭ হাজার নন-আমেরিকান সেনাকে সরিয়ে নেবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আফগানিস্তানে চলমান যুক্তরাষ্ট্রের দীর্ঘ যুদ্ধের ইতি টানতে যাচ্ছি। তালেবান এবং আফগান সরকারের সাথে সমঝোতা আলোচনা অনুসারে মে মাসের ১ তারিখ থেকে শুরু হবে সেনা প্রত্যাহার। ১১ সেপ্টেম্বরের মধ্যে সরবে আড়াই হাজার সেনা, মূলত সে হামলা থেকেই আফগানিস্তানের ওপর ক্ষোভের সূত্রপাত। চারজন প্রেসিডেন্ট মর্মান্তিক যুদ্ধ দেখেছে। পঞ্চম কারো কাছে ভারী দায়িত্বটি দিতে চাই না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply