পুত্র সন্তানের নাম ঠিক করলেন সাকিব

|

প্রতি রমজানেই সন্তানদের নিয়ে উৎসবে মাতে সাকিব আল হাসান। এই যেমন গেল রোজায় দ্বিতীয় সন্তানের বাবা হয়েছিলেন সাকিব আল হাসান। আর এই রমজানের আগে হয়েছেন তৃতীয় সন্তানের বাবা। দুই কন্যা সন্তানের পর একমাত্র পুত্র সন্তান সাকিবের কোল আলো করলেও এতদিন রাজকুমারের নাম ঠিক ছিলো না। বৃহস্পতিবার দ্বিতীয় রমজানে এসে পুত্রের নাম ঠিক করলেন সাকিব।

বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে সাকিব জানান, তার ছেলের নাম রাখা হয়েছে আইজাহ আল হাসান। আইজাহ নামের ইসলামিক অর্থ ‘স্পষ্টকরণ’, ‘বর্ণনামূলক’। বর্তমানে আইপিএল খেলতে ভারতে আছেন সাকিব। তার পরিবারের সবাইকে জার্সি উপহার দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সেই জার্সিগুলোর ছবি পোস্ট করে ক্যাপশনে নিজের পুত্র সন্তানের নাম লেখেন সাকিব।

সাকিব লিখেছেন, আমাদের ছেলে আইজাহ আল হাসানকে জন্মের এক মাসের শুভেচ্ছা। আমাদের ছোট্ট পরিবারকে তুমি পরিপূর্ণ করেছ। তুমি দুই সুন্দর বোনের প্রিয় ভাই যারা তোমাকে পেয়ে আনন্দে আটখানা। আর আমরাও এর চেয়ে বেশি খুশি হতে পারতাম না বাবা! আমার পরিপূর্ণ পৃথিবী।

প্রসঙ্গত, সাকিবের বড় মেয়ের নাম আলায়না আল হাসান এবং ছোট মেয়ে অর্থাৎ দ্বিতীয় সন্তানের নাম ইরাম আল হাসান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply