কক্সবাজার বিমান বন্দর এলাকা থেকে ফের বিপুল পরিমাণ গুলি উদ্ধার

|

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার বিমান বন্দর এলাকায় ফের পাওয়া গেল বিপুল পরিমাণ গুলি। শুক্রবার বিকেলে বিমান বন্দরের চলমান উন্নয়ন কাজের মাটি ভরাটের সময় গুলি গুলো দেখতে পান শ্রমিকরা।

খবর পেয়ে বিমান বাহিনী সদস্যরা গুলিগুলো উদ্ধার করে। গণনা করে সেখানে ১৫৮০ রাউন্ড মেশিনগান, রাইফেল ও পিস্তলসহ বিভিন্ন ধরনের গুলি পাওয়া যায়। পরে থানা পুলিশের হাতে এইসব গুলি হস্তান্তর করা হয়।

কক্সবাজার পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, বিমান বাহিনী কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ১৫৮০ রাউন্ড গুলি উদ্ধার করে। গুলিগুলো অনেক পুরনো। ধারনা করা হচ্ছে এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ের গুলি। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

বিমান বাহিনী সূত্রে জানা যায়, বিমান বন্দরের রানওয়ে সম্প্রসারণের কাজের জন্য পার্শ্ববর্তী বাঁকখালী নদী থেকে মাটি এনে ভরাট করা হচ্ছিল। সেই মাটির সাথে এইসব গুলি দেখতে পায় কর্মরত শ্রমিকরা। খবর পেয়ে বিমান বাহিনীর শেখ হাসিনা ঘাঁটির কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে গুলি গুলো উদ্ধার করেন। পরে পুলিশকে খবর দেয়া হয়।

এর আগে গত সোমবার একইভাবে দুই হাজার রাউন্ড গুলি পাওয়া গিয়েছিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply