খালেদা জিয়া এখন ভালো আছেন: ডা. সিদ্দিকী

|

ফাইল ছবি।

করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। রোববার রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে তার ব্যাক্তিগত চিকিৎসক ডা. এফ এম সিদ্দিক জানিয়েছেন, আজকে উনি অনেক ভাল আছেন। কন্ডিশন দেখে মনে হচ্ছে সামনের সপ্তাহে ওনার কন্ডিশন আরও ভালোর দিকে যাবে।

তিনি জানান, আগামী ৪৮ ঘণ্টা খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন ডাক্তাররা। তার শারীরিক অবস্থা ভাল থাকলে তখন বলা যাবে তিনি কোভিড থেকে পুরোপুরি নিরাপদ। তিনি স্বাভাবিক হাঁটাচলা করছেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে, রোববার রাতে অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী নেতৃত্বে চার সদস্যের চিকিৎসক দল খালেদা জিয়ার স্বাস্হ্য পরীক্ষা করেন। বাকি চিকিৎসকরা হলেন, অধ্যাপক ডা.এ জেড এম জাহিদ হোসেন, অধ্যাপক ডা. আব্দুস শাকুর খান ও ডা. আল মামুন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply