মনমোহন সিং করোনায় আক্রান্ত; হাসপাতালে ভর্তি

|

৮৮ বছর বয়সী ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং করোনায় আক্রান্ত হয়ে দিল্লির এআইআইএমএস এর ট্রমা সেন্টারে ভর্তি হয়েছেন- এমনটিই জানিয়েছে ভারতীয় নিউজ এজেন্সি এএনআই। আজ সোমবার (১৯ এপ্রিল) বিকেল ৫ টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন।

ড. সিং গত ৪ মার্চ কোভ্যাক্সিনের প্রথম ডোজ এবং ৩ এপ্রিল দ্বিতীয় ডোজ নেন।

তিনি হাসপাতালে ভর্তি হবার পরপরই শুভেচ্ছা বার্তা জানিয়ে টুইট করতে থাকেন ভারতের বরেণ্য রাজনীতিকরা।

ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী টুইটারে টুইট করেন, প্রিয় মনমোহন সাহেব, আপনার দ্রুত আরোগ্য কামনা করছি। কঠিন সময়ে আপনার নির্দেশনা ও উপদেশ ভারতের প্রয়োজন।

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় টুইটারে লিখেছেন, এইমাত্র খবর পেলাম যে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সাহেব কোভিড পজিটিভ। জনাব, আপনার দ্রুত ও পরিপূর্ণ আরোগ্যের জন্য আমাদের শুভচিন্তা এবং আশীর্বাদ রইলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply