উইঘুর মুসলিম নির্যাতন: মানবতাবিরোধী অপরাধ তদন্তে জাতিসংঘের প্রতি আহ্বান

|

উইঘুর মুসলিম নির্যাতন: মানবতাবিরোধী অপরাধ তদন্তে জাতিসংঘের প্রতি আহ্বান

চীনের উইঘুর সংখ্যালঘুদের ওপর নির্যাতনকে মানবতাবিরোধী অপরাধ আখ্যা দিয়ে তদন্তের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা এইচআরডব্লিউ (HRW)।

জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘুর মুসলিমদের ওপর নির্যাতনের তথ্য প্রমাণ রয়েছে এমন দাবির পর এই আহ্বান জানিয়েছে সংস্থাটি। এর পরিচালক সোফি রিচার্ডসন জানান, পরিকল্পিতভাবে লাখো মানুষকে আটক করার পাশাপাশি তাদের ওপর চালানো হয়েছে অবর্ণনীয় নির্যাতন। বাধা দেয়া হয়েছে ধর্মীয় স্বাধীনতা পালনে। বাধ্য করা হচ্ছে গর্ভপাতে, যা মানবতাবিরোধী অপরাধের সামিল।

হিউম্যান রাইটস ওয়াচ জানায়, উইঘুরদের ওপর নির্যাতনের মাত্রা এতটাই ভয়াবহ যে বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতে উত্থাপন করা উচিত।

চীনের এইচআরডব্লিউ’র পরিচালক সোফি রিচার্ডসন বলেন, বিশ্বে চীনই সম্ভবত একমাত্র দেশ যেখানে সরকারের নেতৃত্বে পরিকল্পিতভাবে মানবতাবিরোধী অপরাধ চালানো হচ্ছে। উইঘুরে পরিস্থিতি এতটাই খারাপ যে, সেখানে মুসলিম বন্দীদের বিভিন্ন প্রতিষ্ঠানে দাস হিসেবে কাজ করতে বাধ্য করা হচ্ছে। তাই জাতিসংঘের এখনই উচিত এ বিষয়ে তদন্তে সক্রিয় হওয়া।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply