কুমিল্লার মামলায় খালেদা জিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে

|

কুমিল্লায় পেট্রোলবোমা নিক্ষেপে ৮ বাসযাত্রী নিহতের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা যমুনা টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপি-জামায়াতের অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ জানুয়ারি চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় যাত্রীবাহী নৈশকোচে পেট্রোল বোমা হামলায় হয়। এতে ৮ ঘুমন্ত যাত্রী মারা যান।

এ ঘটনায় দুটি মামলা করে পুলিশ। অধিকতর তদন্ত শেষে খালেদা জিয়াসহ ৭৭ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়। গত ২ জানুয়ারি শুনানি শেষে কুমিল্লা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এদিকে খালেদা জিয়ার জামিনে দীর্ঘসূত্রিতা তৈরি করে তাকে নির্বাচন থেকে দূরে রাখতেই বিভিন্ন হয়রানিমূলক মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে বলে মন্তব্য করেছেন খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply