শ্রীলঙ্কা ও বাংলাদেশের টেস্ট সিরিজে ধারাভাষ্য দিবেন শামিম আশরাফ চৌধুরী

|

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ খেলবে দুই টেস্ট, সিরিজের প্রথম টেস্ট শুরু হবে বুধবার। এই সিরিজে ধারাভাষ্য দিবে মোট পাঁচ জন। তাদের মধ্যে তিনজনই শ্রীলঙ্কার। আর বাকি দুই জনের মধ্যে একজন পাকিস্তানি, একজন বাংলাদেশের।

দুই টেস্টের সিরিজে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন রঞ্জন মাদুগালে। কুমার ধর্মসেনা ও রুচিরা পালিয়াগুরুগে। রবীন্দ্র উইমালাসিরি থাকছেন ফিল্ড আম্পায়ার ও টিভি আম্পায়ারের দায়িত্বে।

প্রথম টেস্টে চতুর্থ আম্পায়ার হিসাবে থাকছেন লিন্ডন হ্যানিবল, রিজার্ভ আম্পায়ার প্রগিথ রামবুকওয়েলা। গ্রায়েম ল্যাবরুই দুই টেস্টের রিজার্ভ ম্যাচ রেফারি। দ্বিতীয় টেস্টেও চতুর্থ আম্পায়ার হিসেবে রাখা হয়েছে প্রগিথ রামবুকওয়ালা ও রিজার্ভ আম্পায়ার লিন্ডন হ্যানিবল।

ধারাভাষ্যকরদের মধ্যে রয়েছেন শ্রীলংকার রাসেল আরনল্ড, রোশান আবেসিংহে ও পারভেজ মাহরুফ, বাংলাদেশ থেকে শামীম আশরাফ চৌধুরী এবং পাকিস্তানের আমির সোহেল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply