দুই ম্যাচে একই স্কোর, তবে…!

|

জিম্বাবুয়ে-আফগানিস্তানের মধ্যকার সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি নিয়ে ক্রিকেটভক্তদের মধ্যে আলোচনা তুঙ্গে। সেই সাথে আলোচনায় আসছে প্রথম ম্যাচটিও।

সিরিজের প্রথম দুটি ম্যাচে দুই দল চার ইনিংস খেললেও স্কোরবোর্ড আসলে একই থেকেছে! ফলও তাই এক! শুধু দল পরাজিত আর জয়ীর নাম ওলট-পালট হয়েছে।

প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৩৩৩ রান তুলেছিল আফগানিস্তান। জবাবে জিম্বাবুয়ের ইনিংস শেষ হয় ১৭৯ রানেই। দ্বিতীয় ম্যাচে উল্টো জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৩৩৩ রান তুলে আফগানদের গুটিয়ে দেয় ১৭৯ রানে।

কাকতালীয় ব্যাপার হলেও পুরো বিষয়টা অবাকই করেছে সবাইকে। প্রথম ম্যাচে রহমত শাহ ১১৪ রানের ইনিংস খেলেছিলেন। ৩৩৩ রান ছিল আফগানিস্তানের ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম সংগ্রহ। দ্বিতীয় ম্যাচে ব্রেন্ডন টেলর সেঞ্চুরি ৩৩৩ রানের সংগ্রহ দাঁড় করায় জিম্বাবুয়ে—গত সেপ্টেম্বরে দুই বছর পর জাতীয় দলে ফেরার পর এটিই ছিল টেলরের প্রথম শতক। ১৫৪ রানের হার আফগানদের সংক্ষিপ্ত ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় বড় ব্যবধানে হারের রেকর্ড।

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply