মাশরাফীর ছবি ও এসপিসি গ্রুপের লোগো ব্যবহার করে প্রতারণা

|

স্টাফ রিপোর্টার:

ফেসবুক ও ইউটিউবে মাশরাফী বিন মোর্ত্তজার ছবি ও এসপিসি গ্রুপের লোগো ব্যবহার করে বিভিন্ন অবৈধ তথ্য সংকলন করে ভিক্তিহীন তথ্য প্রচার ও প্রতারণার অভিযোগ উঠেছে মোহাম্মদ ইসমাইল শরিফ নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

বুধবার বিকেলে যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ আনা হয়। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, ‘এসপিসি থেকে অল্প পুঁজিতে অধিক আয় করতে চাইলে যোগাযোগ করুন।’ এমন ধরনের প্রচারণা আইন বিরোধী এবং অত্যন্ত ঘৃণিত কাজ।

মাশরাফী বিন মোর্ত্তজা একজন সংসদ সদস্য ও জাতীয় দলের খেলোয়াড় হিসেবে এ ধরনের কার্যক্রম তার মানহানির পর্যায়ে পড়ে। পাশাপাশি একটি স্বনামধন্য বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে এসপিসি’র অর্জিত সুনাম ক্ষুণ্ণ হচ্ছে।’

সংবাদ সম্মেলনে এসপিসির পরিচালক সাব্বির হোসেন জানান, খ্যাতিমান ক্রিকেটার ও সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার সাথে ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান এসপিসি গ্রুপের সাথে সম্প্রতি বাণিজ্যিক চুক্তি সম্পাদিত হয়েছে। যার ফলশ্রুতিতে চুক্তি স্বাক্ষরের ছবি ও টিভি কমার্শিয়াল তৈরি করা হয়।

গত ২০ এপ্রিল সকাল ৭ টায় মোহাম্মদ ইসমাইল শরিফের ফেসবুক ও ইউটিউব আইডি থেকে প্রতারণামূলক ওই পোস্ট দেওয়া হয়। এ ব্যাপারে কোতোয়ালী থানায় জিডি (নং ১০৮১) হয়েছে।

সাব্বির হোসেন উক্ত ফেসবুক ব্যবহারকারী ও ইউটিউবারদের এমন ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার আহবান জানিয়ে বলেন, ‘আজকের পর থেকে এমন ধরণের কার্যক্রমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

সংবাদ সম্মেলনে এসপিসি গ্রুপের পরিচালক এম সাব্বির হোসেন, এমডি শাহাবুদ্দিন, সাহাবুল ইসলাম সবুজ, আতাউর রহমানসহ গ্রুপের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply