‘রোহিঙ্গাদের ভাসানচর পাঠানোর ইস্যু সমাধান হয়ে গেছে’

|

'রোহিঙ্গাদের ভাসানচর পাঠানোর ইস্যু সমাধান হয়ে গেছে'

ভাসানচর ইস্যু সমাধান হয়ে গেছে বলে জানিয়েছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বুধবার সকালে রোহিঙ্গা সংকট নিয়ে বিআইএসএস আয়োজিত ভার্চুয়াল আলোচনায় একথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, এরইমধ্যে বেশ কিছু রাষ্ট্রের প্রতিনিধি ভাসানচর সফর করেছেন। তাদের কোনো দ্বিমত নেই। মূল ক্যাম্পের পাশাপাশি ভাসানচরে কাজ শুরু করতে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহবান জানান তিনি।

শাহরিয়ার আলম বলেন, জাতিসংঘ বারবার আহবান জানালেও রোহিঙ্গা প্রত্যাবর্তনের সমাধান হয়নি। অনেক রাষ্ট্র রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে জোড়ালো অবস্থান না নিয়ে বাংলাদেশে রেখে ব্যবস্থার নেয়ার প্রতি জোর দিয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply