সারাবিশ্বে আরও ১৪ হাজার মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস

|

সারাবিশ্বে আরও প্রায় ১৪ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত মোট মৃত্যু ৩০ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। গেল ২৪ ঘণ্টায় মৃত্যুর হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল। দেশটিতে একদিনে ৩ হাজার ১৫৭ জনের মৃত্যু হয়েছে করোনায়। প্রায় ৭২ হাজার সংক্রমণ শনাক্ত হয়েছে ব্রাজিলে। এছাড়া, ৮৩৪ জনের মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। বুধবার দেশটিতে ৬৩ হাজারের বেশি মানুষের শরীরে মিলেছে ভাইরাসটি।

অন্যদিকে, পোল্যান্ডে মৃত্যু হয়েছে ৭ শতাধিক মানুষের। ফ্রান্স, রাশিয়া, ইতালি ও তুরস্কে এই সংখ্যা ৩ শতাধিক। বিশ্বে একদিনে ৮ লাখ ৭০ হাজার মানুষের দেহে শনাক্ত হলো করোনাভাইরাস। মোট সংক্রমিত ১৪ কোটি ৪৪ লাখের বেশি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply