পাকিস্তানে চীনা রাষ্ট্রদূতকে লক্ষ্য করে বোমা হামলা

|

পাকিস্তানে বেলুচিস্তানের কোয়েটা শহরে একটি বিলাসবহুল হোটেলে চীনা রাষ্ট্রদূতকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে। ভয়াবহ এ হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।

আহত হয়েছেন ১২ জন। ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান। পুলিশ জানায়, বুধবার রাতে সেরেনা হোটেলের গাড়ি পার্কিংয়ের জায়গায় এই হামলা হয়। ৪ সহযোগীসহ হোটেলটিতে উঠেছিলেন পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত।

তবে হামলার সময় তিনি ওই হোটেলে ছিলেন না। প্রাথমিক তদন্তে জানানো হয়, একটি গাড়িতে বিস্ফোরক বোঝাই করে, পার্কিংয়ে এর বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনার পরপরই পুরো এলাকা লকডাউন করা হয়। চলে তল্লাশী অভিযান। ফ্রান্সে মহানবী (স.) কে অবমাননার ঘটনায় বেশ কিছুদিন ধরেই উত্তাল পাকিস্তান। ফরাসী রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি জানিয়ে আসছে টিএলপি নামে একটি সংগঠন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply