রাজধানীতে আবারও কেমিক্যাল গোডাউন থেকে অগ্নিকাণ্ড, নিহত ২

|

রাজধানীর আরমানিটোলায় বহুতল ভবনে আগুন, নিহত ২

রাজধানীর আরমানিটোলার ছয়তলা একটি ভবনে আগুনের ঘটনায় ২ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার (২৩ এপ্রিল) রাত ৩টার দিকে আরমানিটোলার হাজী মুসা ম্যানসনের ছয়তলা ভবনের নিচতলায় আগুন লাগে। সেখানে কেমিক্যাল গোডাউন রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ভোরে আরমানিটোলার হাজী মুসা ম্যানসনের ছয়তলা ভবনের নিচতলার কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। এতে আটকে পড়ে ওই ভবনের বিভিন্ন তলার বাসিন্দারা। তারা ছাদে গিয়ে আশ্রয় নেয়। এর মধ্যে কমপক্ষে ১৪ জন ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের ক্রেন দিয়ে ভবন থেকে নামিয়ে আনে ফায়ার সার্ভিস। তাদের নেয়া হয় মিটফোর্ড হাসপাতালে। এরমধ্যে সুমাইয়া নামে ইডেন কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী মারা যান। উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে আহত হন ফায়ার সার্ভিসের ৩ কর্মী।

ফায়ার সার্ভিস জানায়, আগুনের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে। আবারও তল্লাশি চালানো হবে পুরো ভবনে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply