রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ১০ উইকেটে জয়

|

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ৷ বৃহস্পতিবার (২২ এপ্রিল) তারা ১০ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালসকে ৷

টসে হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৭৭ রান করে রাজস্থান। জবাবে ১০ উইকেট হাতে রেখেই জয় পায় ব্যাঙ্গালুরু৷

ওয়াংখেড়েতে ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে রাজস্থান রয়্যালস৷ স্কোরবোর্ডে ১৮ রান তুলতেই বিদায় নেন ৩ ব্যাটসম্যান। এরপর দলীয় ৪৩ রানে সাঞ্জু স্যামসন বিদায় নেয়ার পর দলের হাল ধরেন শিভাম দুবে এবং রায়ান পারাগ৷ দুবে’র ৪৬, পরাগের ২৫ এবং শেষদিকে তেওয়াতিয়ার ৪০ রানে ভর করে ৯ উইকেটে ১৭৭ রান করে রাজস্থান। ব্যাঙ্গালুরুর পক্ষে মোহাম্মদ সিরাজ এবং হার্শাল প্যাটেল নেন ৩ টি করে উইকেট৷ ১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বোলারদের উপর চড়াও হয়ে ব্যাটিং করতে থাকেন ব্যাঙ্গালুরুর দুই ওপেনার দেবদুত পাড্ডিকাল এবং ভিরাট কোহলি৷ সেঞ্চুরি তুলে নেন পাড্ডিকাল, শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১০১ রানে, ভিরাট করেন অপরাজতি ৭২ রান।

টানা চার জয়ে টেবিলে সবার ওপরে ব্যাঙ্গালুরু।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply