রানা প্লাজা ট্র্যাজেডির আট বছর

|

সাভারের রানা প্লাজা ধসের সেই বহুল আলোচিত ট্র্যাজেডির আট বছর আজ। এ উপলক্ষ্যে নানা কর্মসুচী পালন করেছে রানা প্লাজার আহত ও নিহত শ্রমিকদের পরিবারের সদস্যরা ও বিভিন্ন শ্রমিক সংগঠন।

আজ ( ২৪ এপ্রিল) সকালে ধসে পড়া রানা প্লাজার সামনে অস্থায়ীভাবে নির্মিত শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করেন।

এ সময় শ্রমিকরা ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসির দাবি জানান সরকারের কাছে। এছাড়াও রানা প্লাজার সামনে কিছু অসাধু ব্যবসায়ী প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে দোকান পাট গড়ে তোলায় সে কর্মকাণ্ডের সমালোচনাও করেন তারা । দিনটি উপলক্ষে রানা প্লাজার সামনে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃংখলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়ন রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply