বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন হেফাজত নেতারা: তথ্যমন্ত্রী

|

বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন হেফাজত নেতারা: তথ্যমন্ত্রী

হেফাজতের গ্রেফতার হওয়া নেতারা মুখ খুলতে শুরু করেছেন। তারা স্বীকার করেছেন কোথায় কখন কার বাসায় বৈঠক হয়েছে ও কারা অর্থায়ন করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার দুপুরে মিন্টু রোডের বাসভবন থেকে অনলাইনে রাঙ্গুনিয়ায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধনের পর এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, হেফাজতে ইসলামের ব্যানারে ২৬ থেকে ২৮ মার্চ যেভাবে সারাদেশে তান্ডব হয় তা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। সরকার পতনের উদ্দেশ্যে এতে বিএনপি ও জামায়াত সহায়তা ও অর্থ দিয়েছে।

এছাড়া হেয়াজত, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা থেকেও অর্থ পেয়েছে বলেও অভিযোগ করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এই নৈরাজ্যে যারা জড়িত ছিল এবং যারা সহযোগিতা করেছে তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply