রাতে ফিলিস্তিনিদের ওপর হামলা, তারাবিহ আদায়ে বাধা ইসরায়েলি সেনাবাহিনীর

|

তৃতীয় রাতের মতো নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী এবং কট্টরপন্থী ইহুদিরা। বাধা দেয় পূর্ব জেরুজালেমে তারাবিহ’র নামাজ আদায়ে।

পাল্টা প্রতিরোধ গড়ে তোলে মুসলিমরা। ছোঁড়ে ইট-পাটকেল সরিয়ে দেন ব্যারিকেড। তাতে দামেস্ক গেট এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে কমপক্ষে ৩৬টি রকেট ছুঁড়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনগুলো। রোববার ভোরে পাল্টা বিমান অভিযান শুরু করেছে ইহুদি সেনাবাহিনী।

অবশ্য এখনো মেলেনি হতাহতের কোনো খবর। আহত হন চার ইহুদি পুলিশ সদস্য এবং ছয় ফিলিস্তিনি। শনিবার বিক্ষোভ ছড়িয়ে পড়ে গাজা এবং পশ্চিমতীরেও।

এদিকে, রমজান মাসের শুরু থেকেই অঞ্চলটিতে তারাবিহ আদায়ে বাধা সৃষ্টি করছে ইহুদি জনগোষ্ঠী।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply