ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে শিগগিরই চুক্তির টিকা মিলছে না বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বাংলাদেশের লেখা চিঠির জবাবে বর্তমান পরিস্থিতিতে টিকা নির্ধারিত সময়ে আসছে না বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে দিল্লি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেব্রুয়ারি থেকেই এই ইস্যুতে অব্যাহত আছে ঢাকা-নয়াদিল্লি যোগাযোগ। তবে ভারতের পরিস্থিতির উন্নতি হলে চুক্তি অনুযায়ী কোভিশিল্ড টিকা মিলবে বলে আশাবাদী সরকার।
Leave a reply