কাল থেকে করোনার প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধ

|

মজুদ স্বল্পতায় আপাতত বন্ধ থাকছে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ প্রয়োগ।

রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নতুন করে কাউকে টিকা দেয়া হবে না। তবে যারা প্রথম ডোজ দিয়েছেন তাদের দ্বিতীয় ডোজ নির্ধারিত সময় অনুযায়ী চলবে।

এদিকে, ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে ত্রিপক্ষীয় চুক্তি থাকলেও তৃতীয় চালানের টিকা দেয়নি প্রতিষ্ঠানটি। ফলে দেশে টিকার কাঙ্ক্ষিত প্রয়োগে বাধা পড়ে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply