ভেঙে যাচ্ছে ‘সিস্টেম অফ এ ডাউন’

|

‘হেভিমেটাল’ পছন্দ করেন এমন শ্রোতাদের কাছে অতি পরিচিত নাম ‘সিস্টেম অফ এ ডাউন’। জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় ২০০৬ সালে হঠাৎই অফিশিয়ালি কার্যক্রম বন্ধ করে দিলেও ফ্যানদের ছেড়ে বেশিদিন থাকতে না পেরে ২০১০ সালে ফিরে আসে সিস্টেম। তবে এবার জনপ্রিয় হেভি মেটাল ব্যান্ড ‘সিস্টেম অফ আ ডাউন ভক্তদের জন্য নতুন দুঃসংবাদ দিলেন ব্যান্ডের লিড ভোকাল সার্জ ট্যানকিয়ান। ব্যান্ড ছেড়ে দেয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

সম্প্রতি এক ম্যাগাজিনকে দেয়া ইন্টারভিউতে ট্যানকিয়ান জানান, বর্তমানে গানের চেয়ে ইন্সট্রুমেন্টাল মিউজিক করতে আগ্রহী তিনি।

‘চপ স্যুয়ে’, টক্সিসিটি’, ‘হিপনোটাইজ’, ‘এরিয়ালস’-এর মতো গানগুলোর জন্যই ‘সিস্টেম অফ আ ডাউন’ সারাবিশ্বের হেভিমেটাল শ্রোতাদের কাছে জনপ্রিয়। এখন পর্যন্ত মোট ৫টি স্টুডিও অ্যালবাম রিলিজ করেছে ব্যান্ডটি। ৪বার গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনিত  হয়েছে ব্যান্ডটি। ২০০৬ সালে তাদের ‘বি.আই.ও.বি’ গানের জন্য তারা ‘বেস্ট হার্ড রক পারফরমেন্স’ পুরস্কার জিতে নেয়।

যমুনা অনলাইন: টিএফ

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply