সুন্দরবনে বেড়েছে বাঘের আক্রমণ, আতঙ্কে বনজীবীরা

|

সাতক্ষীরা প্রতিনিধি:

পশ্চিম সুন্দরবনে বনজীবীদের মাঝে নতুন করে বিরাজ করছে বাঘ আতঙ্ক। গেলো কয়েক বছর সুন্দরবনের এই এলাকায় বাঘের দেখা না মিললেও চলতি বছর বৃদ্ধি পেয়েছে বাঘের বিচরণ।

বাঘের আক্রমণে বনজীবী আহত ও নিহত হওয়ার ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। তবে বন বিভাগ বলছে, বাঘের প্রজনন মৌসুম চলায় বিচরণ বেড়েছে।

পহেলা বৈশাখের দিন সকালে সুন্দরবনের রায়মঙ্গল নদীর হোগলদড়া খাল এলাকায় মধু আহরণের সময় বাঘের আক্রমণে নিহত হয় শ্যামনগর উপজেলার মিরগাঙ গ্রামের হাবিবুর। সঙ্গীরা তাকে বাঁচানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি।

১২ এপ্রিল দুপুরে মৌয়াল রবিউল বাঘের আক্রমণের শিকার হয়। তবে বাবা হালিম শেখ প্রাণ বাজি রেখে বাঘের মুখ থেকে ছাড়িয়ে আনেন রবিউলকে। গেলো দুই মাসে বাঘের আক্রমণে প্রাণ গেছে এই এলাকার দুই মৌয়ালের। বাঘের শিকার থেকে আহত অবস্থায় বেঁচে ফিরেছেন দুই জন।

স্থানীয়রা বলছেন, সুন্দরবনে আগের চেয়ে বাঘের বিচরণ ও সংখ্যা বেড়েছে। তবে খাদ্য সঙ্কট থাকায় মানুষের ওপর আক্রমণ করছে বাঘ।

সুন্দরবনে এখন বাঘের প্রজনন মৌসুম চলছে। পাশ দেয়ার সময় বনজীবীদের সতর্ক
থাকতে বলা হচ্ছে বলে জানালেন সাতক্ষীরা বন বিভাগের স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply