জেরুজালেমে তারাবির নামাজের বাধা দূর হওয়ার পরই আবারও সহিংসতা

|

জেরুজালেমে তারাবির নামাজের বাঁধা দূর হওয়ার পরই আবারও সহিংসতা

জেরুজালেমে তারাবির নামাজ আদায়ের বাধা দূর হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আবারও ছড়ালো সহিংসতা।

সোমবার রাতে দামেস্ক গেইট এলাকায় উৎসবে মেতে উঠেন মুসলিমরা। এসময় ফিলিস্তিনের পতাকা বহন করছিলেন অনেকে। তারাবির নামাজের সময় মোতায়েন ছিলো কয়েক হাজার ইহুদি পুলিশ সদস্য। নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ইট ছুঁড়লে, তাদের প্রতিহতে জলকামান ব্যবহৃত হয়। এছাড়া ধরপাকড়ের শিকার হন অনেকে।

গেলো বৃহস্পতিবার, সবচেয়ে খারাপ পরিস্থিতি দেখে পূর্ব জেরুজালেম। প্রাণঘাতী সহিংসতায় আহত হন কমপক্ষে ১০০ ফিলিস্তিনি; আটক হন বহু মানুষ। রমজানের শুরু থেকেই মুসলিমদের কাছে জনপ্রিয় অঞ্চলটিতে তারাবি আদায়ে বাধা দিচ্ছিলো ইহুদিরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply