কলম্বিয়ার সহিংসতায় ঘরহারা ২৭ হাজারের বেশি

|

কলম্বিয়ায় চলমান সহিংসতা-হত্যাযজ্ঞের ঘটনায় বছরের প্রথম প্রান্তিকেই ঘরহারা হয়েছে ২৭ হাজারের বেশি মানুষ।

সোমবার (২৬ মার্চ) এ বিষয়ক প্রতিবেদন প্রকাশ করলো দেশটির মানবাধিকার বিষয়ক সংগঠনগুলো। জানানো হয়, সহিংসতায় প্রাণ হারিয়েছেন ৩৮৯ বেসামরিক মানুষ। এছাড়া বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যকার সংঘাত থেকে প্রাণ বাঁচাতে ভিটেমাটি ছাড়েন বেশিরভাগ মানুষ। হত্যার হুমকি এবং অপহরণের আতঙ্কেও অনেকে ভীত।

প্রতিবেদনে বলা হয়, গতবছর একই সময়ের তুলনায় ২০২১ সালে গৃহহীন হওয়ার পরিমাণ বেড়েছে ১৭৭ শতাংশ।

দেশটিতে শান্তি ফেরাতে ২০১৬ সালে ফার্ক গেরিলাদের সাথে ঐতিহাসিক শান্তিচুক্তি করে কলম্বিয়ান সরকার যা সম্প্রতি প্রত্যাখান করেছে বিদ্রোহীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply