পালিয়ে যাওয়া দশ করোনা রোগী আবার হাসপাতালে ভর্তি

|

স্টাফ রিপোর্টার, যশোর:
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে যে দশজন করোনা রোগী কর্তৃপক্ষকে না জানিয়েই বাড়ি চলে গিয়েছিলেন তাদের ধরে এনে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সোমবার (২৬ এপ্রিল) বিকাল ও রাতের মধ্যে তাদের সাতক্ষীরা, খুলনা, রাজবাড়ি থেকে পুলিশ হেফাজতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। এ ছাড়া যশোরের যেসব রোগী ছিলেন তারা সন্ধ্যার ভেতরই আবার হাসপাতালে ভর্তি হন।

গত শনি ও রবিবার হাসপাতাল থেকে যে ১০ জন করোনারোগী পালিয়ে গিয়েছিলেন এদের মধ্যে ৭ জন ভারত ফেরত করোনা পজিটিভ।

হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার দিলীপ কুমার রায় জানান, পুলিশের সহযোগিতায় ওই সব রোগীকে এনে আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা এখন সুস্থ আছেন। তাদের হাসপাতালের রেডজোনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply