চালু হলো গণস্বাস্থ্য কেন্দ্রের ভ্রাম্যমাণ করোনা চিকিৎসা সেবা

|

ঢাকায় চালু হলো গণস্বাস্থ্য কেন্দ্রের ভ্রাম্যমাণ করোনা চিকিৎসা সেবা। আপাতত ধানমণ্ডি, পুরান ঢাকা ও মিরপুর এলাকায় মিলবে এই সুবিধা।

কেন্দ্রের ট্রাস্ট্রি ডা. জাফরুল্লাহ চৌধুরী জানান, যে কেউ বাসা থেকে ফোন দিলে পৌঁছে যাবে গণস্বাস্থ্য টিম। বাসার একজন সদস্যকে প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ ও কিছু ওষুধ দেয়া হবে। রোগীর অবস্থা জটিল হলে প্রয়োজনে তাকে হাসপাতালে পৌঁছে দেয়া হবে।

ডা. জাফরুল্লাহ আরও বলেন, এটা সরকার অনেক আগেই করতে পারতো। তাহলে হাসপাতালে চাপ পড়তো না। সরকার এখনও চাইলে ঘরে ঘরে চিকিৎসা পৌঁছে দিতে পারে। তাতে আইসিইউ এর ওপর চাপ অনেকটা কমবে। নতুন নতুন হাসপাতাল করার দরকার পড়বে না।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply