গ্রানাডার কাছে হার, টেবিলের শীর্ষে উঠার সুযোগ হারালো বার্সেলোনা

|

লা লিগায় গ্রানাডার কাছে হেরে টেবিলের শীর্ষে উঠার সুযোগ হারালো বার্সেলোনা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে লিড নিয়েও ২-১ গোলে হেরেছে কাতালান ক্লাবটি।

ম্যাচের ২৩ মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। লিগে এটি তার ২৬তম গোল। ৩৬ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোলের সুযোগ নষ্ট করেন এই তারকা ফুটবলার।

বিরতির পর পাল্টা আক্রমণে সমতায় ফেরে গ্রানাডা। ৬৩ মিনিটে দলের হয়ে স্কোর শিটে নাম তোলেন ডারউইন ম্যাচিস। এরপর লালকার্ড দেখেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান। ৭৯ মিনিটে গ্রানাডার জয় নিশ্চিত করেন জর্জ মলিনা।

আসরে ষষ্ঠ হারের শিরোপা লড়াই বেশ জটিল করে তুলেছে বার্সেলোনা। ৭১ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে টেবিলের তিন নম্বরে। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল আর ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply