ইইউ’র ৮ শীর্ষ কূটনীতিককে কালো তালিকাভুক্ত করলো রাশিয়া

|

ইইউ'র ৮ শীর্ষ কূটনীতিককে কালো তালিকাভুক্ত করলো রাশিয়া

নিষেধাজ্ঞা আরোপের জবাবে ইউরোপীয় ইউনিয়নের ৮ শীর্ষ কূটনীতিককে কালো তালিকাভুক্ত করলো রাশিয়া। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করে খবরটি।

তালিকায় রয়েছেন ইউরোপীয় কমিশনের ব্যবস্থাপনা ভাইস প্রেসিডেন্ট ভেরা জোরোভা, ইউরোপীয়ান পার্লামেন্টে প্রেসিডেন্ট ডেভিড সাসোলি।

রাশিয়ার অভিযোগ, ইইউ’র বিধিমালা জোরপূর্বক এবং অবৈধভাবে রুশ নাগরিক ও প্রতিষ্ঠানের ওপর চাপিয়ে দেয়া হচ্ছে। যা- সরাসরি দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন। আরও অভিযোগ, সংকট সমাধানে দেয়া প্রস্তাবগুলোও এড়িয়ে যাচ্ছে ইইউ।

গেলো দু’মাসে বিরোধী দলীয় প্রধান অ্যালেক্সাই নাভালনিকে গ্রেফতার এবং কারাদণ্ড দেয়ার পরিপ্রেক্ষিতে ছয় রুশ ধনকুবের এবং তাদের পরিচালিত প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে জোট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply