ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি’র সিরিয়াল নিয়ে বিরোধ, দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

|

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

সিএনজির সিরিয়াল নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দু’দল গ্রামবাসীর দু’দফা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার (১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের তল্লা এলাকায় এই সংঘর্ষ হয়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গত ২৮ এপ্রিল (বুধবার) সিএনজি’র সিরিয়াল দেয়া নিয়ে উপজেলার সদর ইউনিয়নের তল্লা এলাকার জিলাপি গোষ্ঠী ও ছয়ঘর হাটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়।

ওই ঘটনায় আশুগঞ্জ থানায় মামলাও হয়। ওই ঘটনার জেরে শনিবার সকালে আবারও দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ ১২ জনকে আটক করে।

এই ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply