গণপরিবহন চালুর দাবি, ৪ তারিখের আল্টিমেটাম

|

স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন-বিক্ষোভ করছে পরিবহন সংগঠনগুলো। ৪ তারিখের মধ্যে দাবি না মানলে পরদিন থেকে নিজ দায়িত্ব সড়কে গাড়ির নামানোর ঘোষণা দিয়েছে চট্টগ্রামের সড়ক পরিবহন মালিক গ্রুপ।

সকালে চট্টগ্রামের জামালখানে বিক্ষোভ মিছিল শেষে অবস্থান কর্মসূচি পালন করেন পরিবহন নেতারা। এসময় লকডাউনে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর দাবি জানান তারা। সাথে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য আর্থিক সহযোগিতার দাবি করা হয়। পরে সংবাদ সম্মেলন করে সড়ক পরিবহন মালিক গ্রুপ।

একই দাবিতে মানববন্ধন-বিক্ষোভ হয়েছে নরসিংদী, লক্ষ্মীপুর, নেত্রকোণাসহ বিভিন্ন স্থানেও। এসময় পরিবহন চালক-হেলপাররা বলেন, লকডাউনে গাড়ি বন্ধ থাকায় বন্ধ উপার্জন। এতে খেয়ে না খেয়ে একেকটি দিন কাটছে। তাই স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালুর দাবি জানানো হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply