সমরাস্ত্রের বদলে অর্থ ব্যয় হওয়া উচিত মানব সংকট ও মহামারি মোকাবিলায়: পোপ ফ্রান্সিস

|

সমরাস্ত্রের বদলে অর্থ ব্যয় হওয়া উচিত মানব সংকট ও মহামারির মতো দুর্যোগ মোকাবিলায়। পবিত্র মে মাসের শুরুর দিনের প্রার্থনায় এ বিষয়ে সৃষ্টিকর্তার কৃপা কামনা করেছেন পোপ ফ্রান্সিস।

প্রার্থনায় ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস মহামারি পরিস্থিতি দূর করার আকুতিও জানান। সৃষ্টিকর্তার উদ্দেশে তিনি বলেন, আমাদের ক্ষমা করুন। কঠিন পরীক্ষা থেকে মুক্তি দিয়ে শান্তি ফিরিয়ে আনুন। আমাদের জ্ঞান দিন যাতে সমরাস্ত্র তৈরিতে বিপুল অংকের অর্থ ব্যয় না করে, তা মহামারির মতো দুর্যোগ প্রতিরোধে ব্যবস্থা নিতে ব্যবহার করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply