বামেদের রেকর্ড ভেঙে ফেলবে তৃণমূল?

|

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে কী হয়নি! তবে সবকিছু পাশ কাটিয়ে ঠিকই বড় জয় ছিনিয়ে নিলো মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। নির্বাচনের ফলাফল যতটুকু গণনা হয়েছে তাতে তৃণমূল রেকর্ড গড়েই জয় পাবে এমনটাই স্পষ্ট। ভোটারদের ৫০ শতাংশই আস্থা রেখেছেন দিদি’র দলের ওপর। যদিও নিজের সিট নন্দীগ্রামে হাড্ডাহাড্ডি লড়াই শেষে অল্প ব্যবধানে জয় পেয়েছেন। ‌১ হাজার ২০২ ভোটের ব্যবধানে হারিয়েছেন সদ্য সাবেক শিষ্য শুভেন্দু অধিকারীকে। তবে, মোট হিসেবে তৃণমূল এবার ১৯৮৭ সালে গড়া বামফ্রন্টের রেকর্ড স্পর্শ করতে চলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সেবার নির্বাচনে ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছিল বামেরা।

আট দফায় হওয়া ঘটনাবহুল নির্বাচন শেষে রোববার (২মে) থেকে ভোট গণনা। তাতে দেখা যাচ্ছে অতীতের সব রেকর্ড ভেঙে প্রায় ৫০ শতাংশ ভোট তাদের। এর আগে, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ২৯৪ আসনের মধ্যে ২১১টিতে জিতেছিল তৃণমূল। সেবার গণনাকৃত ভোটের ৪৪ দশমিক ৩ শতাংশ পেয়েছিল তারা। এর আগে, উত্থানপর্বে অর্থাৎ ২০১১ সালের নির্বাচনে ৩৮ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস পেয়েছিল।

গত দুই লোকসভা নির্বাচনেও বেশ ভালো অবস্থান ধরে রেখেছে মমতার দল। ২০১৪ ও ২০১৯ সালের লোকসভা ভোটে দলটি পেয়েছিল যথাক্রমে প্রদত্ত ভোটের ৩৯ দশমিক শূন্য ৫ শতাংশ ও ৪৩ দশমিক ৩ শতাংশ ভোট। অর্থাৎ যে যাই বলুক, দিদির দলের ভোট কিন্তু বেড়েই চলেছে। আর বিজেপির মোট ভোট ২০১৯ সালের লোকসভা নির্বাচনে প্রাপ্ত ভোটের চেয়ে কমে গেছে।

মমতার আত্মবিশ্বাসেরই জয় হলো। সেটি এতটাই সুস্পষ্ট ব্যবধানে যে ১৯৮৭ সালের বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের গড়ার রেকর্ড ভেঙে ফেলার জোর সম্ভাবনা জাগিয়েছে তৃণমূল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply