ফের রক্তাক্ত মিয়ানমার, গুলিতে ঝরলো ৮ বিক্ষোভকারীর প্রাণ

|

ফের রক্তাক্ত মিয়ানমার, গুলিতে ঝরলো ৮ বিক্ষোভকারীর প্রাণ

মিয়ানমারের রাস্তায় অভ্যুত্থান এবং জান্তা বিরোধী আন্দোলন ঠেকাতে, সাদা পোশাকে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। রোববারও, গোলাগুলিতে প্রাণ হারান কমপক্ষে ৮ বিক্ষোভকারী।

ছুটির দিনে ইয়াঙ্গুন-ম্যান্ডেলে শহর ছাড়াও শান এবং কাচিন প্রদেশে বিক্ষোভে নামেন হাজারো মানুষ। তাদের প্রতিহতে বিভিন্ন স্পর্শকাতর এলাকায় মোতায়েন ছিলো নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

তবে স্থানীয় গণমাধ্যমগুলোর দাবি- সাদা পোশাকধারী সেনাসদস্যরা চালান এলোপাতাড়ি গুলি। বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের কয়েকটি এলাকায় ঘটানো হয় বোমার বিস্ফোরণও।

পর্যবেক্ষক সংস্থা- এএপিপি’র (AAPP) তথ্য অনুসারে, চলমান সহিংসতায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৭৭২ জন, বন্দি সাড়ে ৪ হাজারের বেশি মানুষ। ফেব্রুয়ারির ১ তারিখ অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply