রাবিতে শিক্ষক-ছাত্রলীগের ধস্তাধস্তি

|

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভাকে কেন্দ্র করে শিক্ষক ও ছাত্রলীগের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। চাকরি প্রত্যাশী ছাত্রলীগ নেতাকর্মীরা শিক্ষকদের গুলি করার হুমকি দিলে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এর আগে উপাচার্যের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে দুর্নীতি বিরোধী শিক্ষক সমাজ। আগামী ৬ মে উপাচার্যের মেয়াদ শেষ হবে। এরই মধ্যে আজ সিন্ডিকেট সভা প্রতিহত করতে সকালে মূল ফটকে অবস্থান নেয় শিক্ষকরা।

এ সময় চাকরিপ্রত্যাশী ছাত্রলীগ উপাচার্যের পক্ষে অবস্থান নেয়। এ নিয়ে উত্তেজনা চরমে পৌঁছালে দুই পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করে পুলিশ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানিয়েছেন, দুই পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে সিন্ডিকেট সভা স্থগিত করা হয়েছে। তবে এ ঘোষণার পরও উপাচার্যের বাসভবনের সামনেই অবস্থান করছে দুই গ্রুপ।

ভিডিও

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply