সিসিইউ’তে পর্যবেক্ষণে আছেন খালেদা জিয়া

|

সিসিইউ'তে পর্যবেক্ষণে আছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতীশীল আছে, সিসিইউ’তে পর্যবেক্ষণে আছেন তিনি। দুপুরে মেডিকেল বোর্ড বসে পরবর্তী চিকিৎসা কার্যক্রম বিষয়ে সিদ্ধান্ত নেবে।

সোমবার সকালে শ্বাসকষ্ট শুরু হলে বিকেলে বিএনপি চেয়ারপারসনকে করোনারি কেয়ার ইউনিট-সিসিইউতে স্থানান্তর করা হয়। করা হয় বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা। এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্বে আছেন।

এদিকে সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেলিফোনে জানিয়েছেন, খালেদা জিয়াকে বিদেশ নেয়ার বিষয়ে পরিবার কিংবা দলের পক্ষ থেকে আবেদন জানানো হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রীকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবহিত করা হয়েছে।

গত ১১ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হন বিএনপি নেত্রী। আর এভারকেয়ার হাসপাতারে ভর্তি করা হয় ২৭ এপ্রিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply