সুন্দরবনে তৃতীয়বারের মতো বাঘ গণনা শুরু

|

সুন্দরবনে বাঘের অবস্থা ও অবস্থান জানতে ‘ক্যামেরা ট্রাপিং’ পদ্ধতির মাধ্যমে তৃতীয়বারের মতো শুরু হয়েছে বাঘ গণনা কাযর্ক্রম।

সকালে শুরু হওয়া এ কার্যক্রমের মাধ্যেমে বাঘ কী অবস্থায় রয়েছে তার পাশাপশি বনে কতগুলো বাঘ আছে তাও জানা যাবে। বণ্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা বিভাগীয় কর্মকর্তা জানান, বনবিভাগের তত্বাবধায়নে ২৩৯ টি পয়েন্টে ৪৭৮ টি ক্যামেরার মাধ্যমে এই জরিপ চালানো হবে। সুন্দরবনে তিন বছর আগে সর্বশেষ প্রথম ক্যামেরা পদ্ধতির মাধ্যমে গননায় বাঘের সংখ্যা পাওয়া যায় ১০৬ টি। এরপরে নতুন করে আর কোন গণনা হয়নি। বাংলাদেশ ছাড়াও আজ একযোগে ভারত, নেপাল ও ভুটানেও শুরু হয়েছে বাঘ গণনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply