দৌলতদিয়ায় ঢাকা ফেরত যাত্রীদের চাপ

|

রাজবাড়ী প্রতিনিধি:

লকডাউন উপেক্ষা করে রাজধানী ঢাকা ছেড়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে বাড়ী ফিরতে শুরু করেছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। ফলে দৌলতদিয়া ঘাট এলাকায় ঢাকা ফেরত যাত্রীর চাপ বেড়েছে।

বুধবার দুপুরে ঘাট এলাকায় যাত্রীর এ চাপ দেখা যায়। তবে এ সময় সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি যাত্রীদের। লকডাউনের সময়সীমা ঈদ পর্যন্ত বর্ধিত হওয়ায় অনেকে পরিবার পরিজন নিয়ে আগেই ঢাকা ছেড়ে বাড়িতে যাচ্ছেন।

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা প্রতিটি ফেরিতেই ভিড় ছিলো চোখে পড়ার মত। তবে গণপরিবহন বন্ধ থাকায় ছোট যানবাহন মাইক্রোবাস, প্রাইভেটকার, মাহেন্দ্রা, অটোরিকশা, মোটর সাইকেলসহ বিভিন্ন বাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে যাত্রীরা তাদের গন্তব্যে যাচ্ছেন। এ সময় যানবাহনগুলো ভাড়া বেশি নিলেও সামাজিক দূরত্ব নিশ্চিত করছেন না।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক ফিরোজ খান জানান, দিনে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৬টি ছোট ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। এবং রাতে পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন পারাপারে ১৬টি ফেরি সচল থাকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply