অস্থায়ী নিয়োগ ইস্যুকে কেন্দ্র করে রাবিতে ছাত্রলীগের সংঘর্ষ

|

উপাচার্যের মেয়াদের শেষ দিনে অস্থায়ী নিয়োগ ইস্যুকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে জড়ালো ছাত্রলীগ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে এক কর্মকর্তার সাথে বাগবিতণ্ডার জেরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলা চালায় মহানগরের নেতাকর্মীরা। এতে বন্ধ ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শুরু হয় সংঘর্ষ। মহানগরের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে ক্যাম্পাস ছাড়া করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে, ৪ মে শিক্ষক ও ছাত্রলীগের মুখোমুখি অবস্থানের কারণে সিন্ডিকেট সভা স্থগিত হয়ে যায়। ভিসির মেয়াদের শেষ কয়েকটা দিন সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে দুর্নীতি বিরোধী শিক্ষক সমাজ। চাকরিপ্রত্যাশী ছাত্রলীগ কর্মীরা অবস্থান নেয় উপাচার্যের পক্ষে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply