‘শর্ত পূরণে ব্যর্থ’ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা

|

যেসব বেসরকারি বিশ্ববিদ্যাল সরকারে দেয়া শর্ত পূরণে ব্যর্থ হয়েছে সেগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন  শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার সকালে ইসলামিক ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী। এসময় তিনি বলেন, যেকোনো মূল্যে সেসব বিশ্ববিদ্যালয়কে উন্নত অবকাঠামো তৈরি করতে হবে।

বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার পাশাপাশি গবেষণার উপরও জোর দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের নতুন নতুন প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিতে হবে। উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে হলে শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে নেতৃত্ব সৃষ্টি করার তাগিদ দেন তিনি।

যমুনা অনলাইন: এএস/টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply