রাবি উপাচার্যের অবৈধ নিয়োগের বিষয়ে তদন্ত কমিটি গঠন

|

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শেষ কর্মদিবসে অবৈধ জনবল নিয়োগের বিষয়ে খতিয়ে দেখতে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার সন্ধ্যায় এ তদন্ত কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। ইউজিসির সদস্য প্রফেসর মুহাম্মদ আলমগীরের নেতৃত্বে ৪ সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়। একইসাথে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেয়ারও নির্দেশ দেয়া হয়।

এর আগে উপাচার্যের মেয়াদের শেষ দিনে অস্থায়ী নিয়োগ ইস্যুকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে জড়ালো ছাত্রলীগ। এদিন দুপুরে এক কর্মকর্তার সাথে বাগবিতণ্ডার জেরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলা চালায় মহানগরের নেতাকর্মীরা। এতে বন্ধ ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শুরু হয় সংঘর্ষ।

মহানগরের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে ক্যাম্পাস ছাড়া করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply