অপরিবর্তিত খালেদা জিয়ার শারীরিক অবস্থা

|

অপরিবর্তিত খালেদা জিয়ার শারীরিক অবস্থা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। আজ আরও কিছু টেস্ট করানো হবে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। এদিকে দেশের বাইরে চিকিৎসার বিষয়ে এখনো কোনও সিদ্ধান্ত হয়নি। তবে দ্রুতই জানানোর কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

গতকাল গুলশানের সরকারি বাসভবনে গণমাধ্যমকে আইনমন্ত্রী এ তথ্য জানান। বলেন, আবেদন দ্রুত পর্যালোচনা করে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।

মন্ত্রী বলেন, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সরকার সবসময় মানবিক। আর আইন সচিব জানান, চিকিৎসার জন্য খালেদা জিয়াকে কোন দেশে নিতে চায় পরিবার আবেদনে তার কোন নাম উল্লেখ করা হয়নি।

অন্যদিকে মির্জা ফখরুলের আশা, মানবিক দিক বিবেচনায় সরকার বিদেশ নেয়ার অনুমতি দেবেন। সেই সঙ্গে পোস্ট কোভিড ও বয়স বিবেচনায় খালেদা জিয়ার বেশকিছু জটিলতা সৃষ্টি হয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব।

গত ৩ মে শ্বাসকষ্ট বাড়লে এভারকেয়ার হাসপাতালের কেবিন থেকে সিসিইউতে নেয়া হয় খালেদা জিয়াকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply