করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপ ছিলো বাস্তবসম্মত: তোফায়েল আহমেদ

|

সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা সদর আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, করোনায় আজ পৃথিবীর বড় বড় দেশ আক্রান্ত। কিন্তু সে তুলনায় আমাদের দেশ ভালো আছে। করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপ ছিলো বাস্তবসম্মত, যা দেশের মানুষ গ্রহণ করেছে। তাই দেশে করোনা সংক্রমণ কমে আসছে।

আজ শুক্রবার (৭ মে) বিকেলে সদর উপজেলার ১৩ ইউনিয়নে নগদ অর্থ ও ত্রাণবিতরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা কথা বলেন।

তিনি আরো বলেন, করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী ত্রাণ বিতরণ করছেন। এমন কোনো গরীব মানুষ নেই যিনি ত্রাণ পাননি। এ সময় তিনি করোনা সংক্রমণরোধে সবাইকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানান।
তোফায়েল আহমেদ তার ব্যক্তিগত তহবিল থেকে ১০ হাজার পরিবারকে নগদ অর্থ ও ৩ হাজার পরিবারকে ত্রাণসামগ্রী দিচ্ছেন। এ সময় তার পক্ষে অসহায় দারিদ্র মানুষের মাঝে অর্থ তুলে দেন ভোলা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply